নিলাম দরপত্র বিজ্ঞপ্তি”
এতদ্বারা প্রকৃত নিলামক্রেতা/জনসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, উপজেলা ভূমি অফিস চত্বরে ০৮ (আট) টি গাছের লগ, কেশবপুর নতুন পশুহাট এ ১১ (এগার)টি রেইন্ট্রি, পাঁজিয়া ইউনিয়ন ভূমি অফিস চত্বরে ০১ (এক) টি রেইনট্রি, বাউশলা ইউনিয়ন ভূমি অফিসের ০৪ (চার) টি সহ মোট ১৬ টি ঝরে পড়া/মরা গাছ (প্যাকেজ-০১) এবং বাউশলা ইউনিয়ন ভূমি অফিসের পুরাতন ভবন (অফিস ভবন, বাউন্ডারী ওয়াল, ও গেট) (প্যাকেজ-০২) ‘যেখানে যে অবস্থায় আছে’ ভিত্তিতে ক্রয় ইচ্ছুক প্রতিষ্ঠান/ব্যক্তিবর্গের নিকট হতে সীলমোহরকৃত খামে দরপত্র আহবান করা যাচ্ছে।
নিলামের বিবরণ
1 (প্যাকেজ-0১, প্রাক্কলিত মূল্য, গাছ 30,165+15,991+15,739+ 23,059=84,954/- এবং (প্যাকেজ-02-প্রাক্কলিত মূল্য (স্থাপনা) 49,969+10,098= 6,0067/- টাকা
2 নিলাম দরপত্র সিডিউল মূল্য ১৫০/= (একশত পঞ্চাশ) টাকা।
3 বায়নার টাকা: দাখিলকৃত দরের ২৫% (শতকরা পঁচিশ ভাগ) 21,239/- (গাছ) প্যাকেজ-01 ও 15,017/- (স্থাপনা) প্যাকেজ-02।
4 নিলাম দরপত্র সিডিউল বিক্রয়ের তারিখ ও সময়: 29/04/২০২5 ইং অফিস চলাকালীন পর্যন্ত।
5 নিলাম দরপত্র সিডিউল দাখিলের তারিখ ও সময় 29/04/২০২5 ইং বেলা- ১.০০ ঘটিকা পর্যন্ত।
6 নিলাম দরপত্র সিডিউল খোলার তারিখ ও সময়: 30/04/২০২5 ইং বেলা ২.৩০ টা।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস